পাতা:শ্রীরামচরিত.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 * শ্রীরামচরিত। বিধানার্থ দশরথ রাজার সাহায্য প্রার্থনা করিতে মনস্থ করিলেন; তদনুসারে বিশ্বামিত্র মুনি ধনুৰ্ব্বেদবিশারদ গ্রীরামচন্দ্রকে অনিয়ন জন্য অযোধ্য পুরীতে গমন করিলেন। দশরথ প্রথমতঃ সম্মত হইলেন না ; কিন্তু বিশ্বামিত্রের পৌনঃপুনঃ অনুরোধে রাম এবং তদীয় বৈমাত্রেয় ভ্রাতা লক্ষ্মণকে যাইতে দিলেন। বাল্মীকি লেখেন যে স্ত্রীরাম পথি মধ্যে তাড়ক নামী রাক্ষসীকে নিপাত করেন। কিন্তু তাড়ক রাক্ষসীর তাৎপৰ্য্য কি ? অযোধ্য এবং মিথিলার মধ্যে এক ক্ষমতাশালিনী অবৈদিক রমণীর অবস্থিতি কিৰূপে সম্ভব ? এই সকল প্রশ্নের উত্তর প্রদানে আমরা সমর্থ নহি। কল্পনারাঞ্জীর অধিকারের ইয়ত্ত নাই; তাহার সুবিস্তৃত রাজ্যে মানবদৈত্য, সঙ্গীতনিপুণ বানর, উড়ডীয়মান পৰ্ব্বত, বান্ধিদ্যবিশারদ বৃক্ষ প্রভৃতি কত প্রকার অদ্ভূত ব্যাপার প্রত্যক্ষ হয়; অতএব কল্পনাধিকৃত জগতের অন্তর্ভুত পদার্থকে সৰ্ব্বথ এই পরিদৃশ্যমান বিশ্বস্থিত বস্তুর সহিত ঐক্য করা সুদূরপরাহত, সন্দেহ নাই। যাহা হউক, তাড়কা বিষয়ে আমরা এক্ষণে কিছুই অবধারণ করিতে পারিলাম না। তাড়কাবধানস্তর রামচন্দ্র ঘথাকালে মুনিদিগের তপোবনে উপনীত হইলেন ; এবং অনায়াসে অসভ্য লোকদিগকে পরাজয় করিলেন। তখন ঋষিদিগের যজ্ঞ সম্পন্ন হইবার কিছু মাত্র ব্যাঘাত জঙ্কিল না। এঁরামচন্দ্র এই ৰূপে কৃতকাৰ্য্য হইলে র্তাহার ষশঃ সৌরত সমস্ত মিথিলা রাজ্যে পরিतrtॐ श्वा ।