পাতা:শ্রীরামচরিত.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীরামচরিত। } \ তৎকালে শিরোধীজ নামক রাজর্ষি মিথিলার অধিপতি ছিলেন; তিনি ইক্ষুকুপুত্ৰ নিমি • হইতে অধোধঃক্রমে ত্রয়োবিংশতিতম পুৰুষ। শিরোধাজের সীতা নায়ী এক বরাক্ষৰূপোপেত দুহিতা ছিল । তিনি তাৎকালিক রাজাদের বিশেষ প্রথানুসারে এক ধনু রক্ষা করিয়া প্রতিজ্ঞ প্রচার করিয়া দিয়াছিলেন যে ষে ব্যক্তি সেই শরাসনকে টঙ্কার দিয়া ভগ্ন কবিতে সমর্থ হইবে, সে ব্যক্তি র্তাহার কন্যার পাণিগ্রহণ করিবেক । অনেক যুদ্ধসমর্থ রাজা এই দুৰূহ কাৰ্য্য সম্পন্ন করিতে সক্ষম হয়েন নাই ; তখন বিশ্বামিত্র রামচন্দ্রকে তদ্বিষয়ে উদ্যুক্ত হইতে পরামর্শ দিলেন। শ্রীরাম স্বভাবতঃ যেৰূপ বলবীৰ্য্যসম্পন্ন ছিলেন, তাহাতে র্তাহার পক্ষে এই কাৰ্য্য অসাধ্য ছিল না । তিনি বিশ্বt

  • কথিত আছে যে নিমিরাজার মৃত শরীর সুগন্ধি তৈল ও সঙ্গরসদ্বার অভিরক্ষিত হইয়াছিল; অতএব বোধ হইতেছে ষে আয্যের মিসরদেশ প্রসিদ্ধ পুতিনিরসনক্রিয় অনবগত ছিলেন না। স্কন্দপুরাণীয় কাশীখণ্ডে এক ব্রাহ্মণের বিবরণ আছে, যিনি স্বকীয় জননীর মৃত শরীরকে সেতুবন্ধরায়েশ্বরহইতে কাশীধায়ে নয়ন করেন। এই উদেশ্য সাধনাৰ্থে তিনি প্রথমতঃ সেই মৃতশরীরকে পঞ্চগব্যে ধৌত করেন, পরে যক্ষকদম দ্বারা অমুলেপিত করিয়া উপর্যুপরি নেত্রবক্স, পটার, সুরস বস্ত্র, মঞ্জিক্ট, এবং নৈপাল কম্বলদ্বারা পরিবৃত করিয়া এক তাসম্পুট মধ্যে রক্ষা করেন। Wilson's Wishnu l'uran, `