পাতা:শ্রীরামচরিত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামচরিত। yNరి প্রদান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন, তখন তাহারদের অধিকতর আনন্দের বিষয় আর কি হইতে পারে ? বস্তুতঃ দশরথ আপনার অভিপ্রায় প্রকাশ করিব মাত্রেই রামের রাজ্যাভিষেকের আয়োজন হইল, অযোধ্যাবাসি লোকসকল হৰ্ষমদে মত্ত হইল, এবং নুতন রাজাহইতে স্বদেশের সৌভাগ্যোন্নতির প্রতীক্ষা করিতে লাগিল। কিন্তু দৈবের কি বিচিত্র গতি : প্রজাসকল যদ্রপ সহৰ্ষচিত্ত ছিল, অত্যপকালমধ্যে তদপেক্ষ চতুগুণ গভীর বিষাদ সমুদ্রে নিমগ্ন হইল। ধিনি এক পৃথিবীপুজ্য রাজসিংহাসনে অধিৰূঢ় হইতে যাইতেছিলেন, তাহাকে নিবিড় নির্জন কানন মধ্যে নির্যাত হইতে হইল ! এই মহাপবিবর্তনের কারণ ব্যক্ত করিতে শরীর রোমাঞ্চিত হয়। রাজা দশরথ বাৰ্দ্ধক্যপ্রযুক্ত স্বকীয় দ্বিতীয় মহিষী পাপীয়সী কেকয়ীর অতিশয় বাধ্য ছিলেন। কেকয়ীর কদাপি ইচ্ছা ছিলন যে তাকরি আপনার পুল ভরত সত্ত্বে রামচন্দ্র রাজ্যাভিষিক্ত হন। এই হেতুক রামের অভিষেকের পুৰ্ব্বদিবসে যে হীনবুদ্ধি বৃদ্ধ রাজাকে সত্যবদ্ধ করিয়া আত্মঅভিলাষ প্রকাশ করিল* । দশরথ তাহ

  • কথিত আছে, দশরথ কোন যুদ্ধে আঘাত প্রাপ্ত হইলে কেকয়ী সেই ক্ষতশোষণ করিয়া তাহার প্রিয়পঞ্জী হয়; এইৰূপ ইম্বলণ্ডের রাজা প্রথম এডুবার্ডর শরীর মুসলমানদের সহিত যুদ্ধে ক্ষত বিক্ষত হইলে উহার পত্নী ইলিঅনোর উপরোক্ত প্রকারে তাহার প্রাণ রক্ষা করেন। এসকল কেবল গণপ মাত্র ।