পাতা:শ্রীরামচরিত.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 8 স্ত্রীরামচরিত। প্রবণ করিয়া বজ্ৰাঘাতপ্রাপ্তবং মৃচ্ছাপন্ন হইয়া পড়িদেন। এরীয় এই সংবাদ শ্রবণ করিয়া পিতৃসন্নিধানে আগমন করিলেন ; এবং পিতাকে সেই আনন্দকরদিপসে সতিশয় বিষীদন্বিত দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন । কেকয়ী তাহাকে স্পষ্টৰূপে কহিল যে তিনি ভরতকে রাজ্য দিয়া বনে গমন করিলেই সকল বিষয় সুস্থির হয় । বিমাতার হৃদয় এমত কঠিন—ৰ্তাহার বাক্য এমত নিষ্ঠুর হওয়া কোনমতে আশ্চর্য নহে; কিন্তু রামচন্দ্র তাহাতে কিছুমাত্র পিন্ন হইলেন না। প্রত্যুত, অরণ্যগমনে প্রতিজ্ঞাৰূঢ় হইয়া তিনি রাজপরিচ্ছদের পরিপৰ্ত্তে বনোপযোগ্নিবস্ত্র পরিধান করিলেন, এবং গুরুতর ব্যক্তিবর্গের নিকট বিদায় লইয় অরণ্যে প্রয়াণ করিলেন। তাহার পতিপ্রাণাভাৰ্য্যা ও সৰ্ব্বদানুগত অনুজ লক্ষ্মণকে কেন্থই ক্ষত্তি রাঁথিতে পারিলেক না; তাহার রামচন্দ্রের পশ্চাদামী হইলেন। ধৈর্য ও পিতৃভক্তির কি অসাধারণ উদাহরণস্থল ? বিশেষ বিশেষ কাৰ্য্যার্থে অনেকে প্রণ পর্য্যন্ত পরিত্যাগ করিয়াছেন, কিন্তু তন্মধ্যে অনেকে নিৰুপায় হইয় তাহ লহ করিয়াছেন; রামচন্দ্রের বিষয় তাদৃশ নহে ; রাজ্য লাভে তাহার সম্পূর্ণ অধিকার-সম্পূর্ণ ক্ষত-সম্পূর্ণ উপায় ছিল; বাজ্যের সমস্ত প্রজ উহার অনুকুম ছিল; কিন্তু তথাপি পিত্রাজ্ঞাপ:লন ক্তিনি একপ কৰ্ত্তব্য জানিতেন, যে তন্নিমিত্ত এক অতুলবিভবসম্পন্ন রাজ্যকেও তৃণজ্ঞানে পরিভাগ করিতে সমর্থ হইলেন। তৎকালে,অযোধ্যঃনগরীতে মহাবিভ্রাট উপস্থিত হইল পুৰ্ব্বকার মানঙ্গ