পাতা:শ্রীরামচরিত.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ぐ) শ্রীরামচরিত। স্থাপন করিয়া আপনি মন্ত্রিবৎ ব্যবহারে নন্দিগ্রাম নামক’ স্থানে অবস্থিতি করিতে লাগিলেন। - --00-سس------------------ এদিকে, রামচন্দ্র কিয়ৎকাল পরেই দণ্ডকারণ্যে প্রবেশ করিলেন। এই বিস্তারিত দেশ তখন অতিশয় অসভ্য ছিল ; মধ্যে মধ্যে কেবল আৰ্য্যঋষিদিগের এক একটি আশ্রম দৃষ্ট হইত। অরণ্য মধ্যে রামের নান ঘটনার সহিত সাক্ষাৎ হয়; তন্মধ্যে অগস্ত্য সন্দর্শনই প্রয়োজনীয় বোধ হইতেছে। অগস্ত্যমুনি আৰ্য্যবৰ্ত্ত হইতে দাক্ষিণাত্যে আসিয়াছিলেন, এবং তথায় সভ্যতা প্রচারের চেষ্টা করিতেছিলেন। ব্যাকরণ, এবং চিকিৎসাদি শাস্ত্র বিষয়ে তাহার ষেৰূপ মত ছিল, তাহ অদ্যপি দ্রবিড় দেশীয় বিবিধ গ্রন্থমধ্যে নিবন্ধ আছে। * কিন্তু রামায়ণে প্রাপ্ত হইতেছে যে গোদাবরী নদীর দ্বাদশযোজন উত্তরে তাহার আশ্রম স্থিত ছিল। এমতও হইতে পারে যে তিনি দ্রবিড়দেশ পরিত্যাগ করিয়া রামচন্দ্রের সময়ে বাল্মীকোত্ত স্থানেই বসতি করিতেছিলেন। রাম অগস্ত্যাশ্রমে কিয়ৎকাল অবস্থিতি করিলেন; কিন্তু তাহার নিবিড় জনশূন্য অরণ্যে প্রবেশের ইচ্ছা হইবাতে অগস্ত্য গোদাবরী তীরস্থ পঞ্চবটীবনে বাস করিবার পরামর্শ দিলেন। পঞ্চবটী অতি রমণীয় স্থান বলিয়া বাল্মীকি কর্তৃক বর্ণিত হইয়াছে; তথায় রামচন্দ্রের স্বভাবতঃ অধিবাস করিবার প্রবৃত্তি জন্মিল। • তত্ত্ববোধিনী ৫৬ সংখ্যা এবং Transactions of the Royal Asiatic Society, Wol. 1. p. 299.