পাতা:শ্রীরামচরিত.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$b' . শ্রীরামচরিত। লক্ষ্মণ স্বভাবতঃ অতীব উগ্র ছিলেন, তাহাতে যখন শূৰ্পণখার আগমন তাৎপৰ্য্য অবগত হইলেন, তখন ক্রোধে এককালে অধৈৰ্য্য হইয় তাহার নালিক কর্ণচ্ছেদ করিলেন। নিতান্ত অপ্রতিভা অবমানিত হইয়৷ শূৰ্পণখা পলায়ন করিল, এবং সাধ্যানুসারে আত্মাপরাধ গোপন পুৰ্ব্বক রামচন্দ্র ও লক্ষ্মণের দোষ দিয়া খর দুষণকে অবশিষ্ট্র সমস্তব্যাপার অবগত করিল। খর ও দুষণ, রামের সহিত যুদ্ধ করিয়া পরাজিত হয়। তখন শূৰ্পণখা নিতান্ত নিরুপায় প্রযুক্ত লঙ্কায় গমন করিয়া অভিমানভরে সমস্ত বৃন্তান্ত রাবণের গোচর করিল। কিজানি, এক অরণ্যবাসি জটাবলকলধারি ব্যক্তির বিরুদ্ধে রাজার উৎসাহ না হয়, এই জন্য সে বিশেষ ৰূপে সীতার বন্ধপবর্ণন করিয়া কহিলেক যে তাহাকে অনায়াসে আনয়ন করা যাহতে পারে। রাবণ অত্যন্ত কমিসিক্ত ছিল ; সীতার রূপীেবনের পরিচয় পাইবাতে তাহার কামাগ্নিশিখা উদীপিত হইয়া উঠিল। রমণীগণ দ্বার রাবণের অন্তঃপুর পুর্ণ থাকিলেও তাহার কামবৃত্তি চরিতাৰ্থ হয় নাই; সে পুরাতনে বিরক্ত হইয় নিরস্তর মুতন বিষয়োপভোগে যত্নশীল থাকিত। সেই দুরাত্মা সীতাকে হরণ করিতে মনস্থ করিয়া অন্যের প্রতি ভারাপণ করিতে সাহসী হইল না ; নিজেই জনকতিপয় অনুচর সমভিব্যাহারে দাক্ষিণাত্যে আগমন করিল। এক সময়ে রামচন্দ্র এবং লক্ষ্মণ মৃগয়ানুসরণক্ৰমে কুটীরে অনুপস্থিত ছিলেন রাবণ সেই অবকাশে সীতাকে হরণপুৰ্ব্বক লঙ্কায় নয়ন করিল, এবং উহাকে অশোক