&ীরামচরিত। 3 సె বনিকানমিক আরামে,রক্ষা করিল। রাবণের ভূয়ী চেষ্ট্রাদ্বারাও সেই পতিপ্রাণারমণী বিপথগামিনী হইলেন না; তিনি মৃতপ্রায় হইয় অশোকবনিকাতে অবস্থিতি করিলেন। [এস্থলে একটি অতি প্রয়োজনীয় বিষয় বিবেচন৷ করা কৰ্ত্তব্য; কারণ, রামচন্দ্র ভারতবর্ষকে ষে পরহস্ত হইতে মুক্ত করেন, এই সময়েই তাহার সুত্রপাত হয়। লক্ষ্মণ, শূৰ্পণখার বিৰূপীকরণ করিলেন, রামচন্দ্র সেই কার্য্যের দোষাপহারের চেষ্ট্রীমাত্র করিলেন না ; ইহাতেই অনুমান হইতেছে ষে রামের অনুমতি ব্যতীত তাহা সম্পন্ন হইলেও তিনি বিরক্ত হয়েন নাই। তজন্য তিনি কি আততায়িকাপে গণ্য হইবেন ? কদাপি নহে । দাক্ষিণাত্যে রাবণের অধিকার হেতু প্রজাদের কিছুমাত্র মঙ্গল ছিলনা; বরঞ্চ তাহারা পুৰ্ব্বোল্লিখিত রাবণের সৈন্যগণ দ্বার সম্যক প্রকারে সর্বদাই অত্যাচরিত হইত ; বাল্মীকি লেখেন, “ বনমধ্যে বনচর গণসহ বাস । মায়াৰূপে রক্ষেীগণ দেখাইল ত্ৰাস ॥ আসিলেন ঋষিগণ শ্রীরাম সদনে । সকলে শরণাপন্ন সরোজলোচনে ॥” এতদ্বারা এককালে প্রতীত হইতেছে যে প্রজার রাবণের প্রতি বেমত অসন্তুষ্ট ছিল, রামের উদারস্বভাব ও শুরত্ব নিমিত্তে তাহার প্রতি তদ্রুপ প্রীতি করিত ; এই কারণেই রামচন্দ্র কোনসুত্রে রাবণের সহিত বিরোধ
পাতা:শ্রীরামচরিত.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।