পাতা:শ্রীরামচরিত.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ স্ত্রীরামচরিত। मेरंबल्लेन आलानं रनिग्न गानिळुन। रेश गडा बळे যে শূৰ্পণখার নাসিকাকর্ণচ্ছেদ ব্যতীত যুদ্ধের স্বত্রপাত করিবার আর ও ব্যপদেশ অপ্রাপ্য ছিল না ; কিন্তু লক্ষ্মণ যখন পাপীয়সী শূৰ্পণখার নাসিকাচ্ছেদ করিয় ফেলিয়াছেন, তখন আর উপায়াস্তুর কি ? রামচন্দ্র তৎকালে দাক্ষিণাত্য লোকদের সম্পূর্ণ প্রিয় হইয়া উটিয়াছিলেন ; খর ও দুষণের সহিত যুদ্ধ সময়ে প্রজার যে র্তাহার যথেষ্ট্র সাহায্য করে, তাহ সহজেই বোধ হইতে পারে। এই সকল কথায় তখন আরও দৃঢ়তর প্রতীতি হয়, যখন স্মরণ করা যায় যে রাবণ সীতাহরণ কালে প্রকাশ্য ৰূপে আসিতে পারে নাই; রামচন্দ্র তখন অত্যন্ত দুৰ্ব্বল থাকিলে রাবণের নিতান্ত অসরল উপায় অবলম্বন করিবার কি প্রয়োজন ছিল ?] এখানে, রামচন্দ্র মৃগয়াহইতে প্রত্যাবৰ্ত্তন পুরঃসর প্রিয়তমাভাৰ্য্যার নিষ্কলঙ্ক মুখচন্দ্র দেখিতে ন পাইয় যাদৃশ ব্যাকুলচিত্ত হইলেন, তাহ বর্ণনাপেক্ষ অনায়াসে অনুভূত হইতে পারে। যে স্ত্রী সৌভাগ্যকালে স্বামির চিত্তমোদনার্থ সম্যকৃপ্রষত্নে সৰ্ব্বদা চেষ্ট্র করিয়াছে, যে স্ত্রী পতির বনবাস কালে অনুগমন করিতে কিছুমাত্র দ্বিধা প্রকাশ করে নাই ; যে স্ত্রী অরণ্যের কণ্টকময় পথ, পর্ষ্যটনের দুঃসহ শ্রম, সুৰ্য্যের প্রচণ্ড রৌদ্র প্রভৃতি বিষম কৃেশ সস্থ করিয়াও পতির মুখপদ্ম বিলোকন পুৰ্ব্বক হৰ্ষোংস্কুল থাকিত –তাহার সহিত বিচ্ছেদ এক জন অপহারি কর্তৃক বলের সহিত তাহার অপহৃত হওয়13–ইহার অপেক্ষ দুঃসহ দুঃখ আর কি হইতে