পাতা:শ্রীরামচরিত.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネ8 খ্রীরামচরিত। পরিত্যাগ করিয়া প্রীরামচন্দ্রের শরণাপন্ন হইলেন । রাম তখনই তাহাকে লঙ্কারাজ্যে অভিষিক্ত করিলেন। রাবণ সবংশে ধ্বংস হইবে,–লঙ্কাপুরী উচ্ছিন্ন যাইবে— সীতার উদ্ধার হইবে-রামের ইহাতে দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল। কে সুগ্ৰীবের সহিত মিলন করাইল ? কে সৈন্য সংগ্রহ করাইল ? কে তাহারদিগকে এক বানপ্রস্থের পক্ষে যুদ্ধ করিতে প্রবৃত্তি দিল? রামচন্দ্ৰ দেখিলেন, সমস্তই সৌভাগ্য দ্বারা প্রেরিত হইয়াছে। রাবণ চরদ্বারা রামচন্দ্রের সৈন্যের সংখ্যাদি জানিয় যুদ্ধারম্ভ করিল। সে একাদি ক্রমে ধূম্ৰাক্ষ, অকম্পন, প্রহস্ত, কুম্ভকৰ্ণ, নরস্তিক, দেবান্তক, মহোদর, ত্রিশির মহাপার্শ্ব, এবং অতিকায় প্রভৃতি সেনাপতিদিগকে প্রেরণ করিল ; কিন্তু রণস্থল হইতে কাহাকেও গৃহে প্রতিগমন করিতে হইল না। তদনন্তর রাবণের পুত্ৰ মেঘনাদ রামচন্দ্রের সহিত তুমুল যুদ্ধ করিল, তাহাতে রামের সৈন্যের অভিভূত হয়। অনতিবিলম্বে সেই আঘাত হইতে যুক্ত হইয়া সেনার দ্বিগুণ উৎসাহের সহিত রাবণের প্রেরিত কুন্ত, নিকুন্ত, মকরাক্ষ, মেঘনাদ, বিৰূপাক্ষ, প্রভূতি সৈনাধ্যক্ষদিগকে নিপাত করিল। অতঃপর রাবণ স্বয়ং রণক্ষেত্রে আগমনপুৰ্ব্বক ঘোরতর যুদ্ধ আরম্ভ করাতে লক্ষ্মণ অস্ত্রাঘাতপ্রাপ্ত হইয়া মৃতকল্প হইয়াছিলেন ; নিতান্ত সৌভাগ্যবলে ध्रुनर्सांद्र यांश जांड रुब्रिट्नन ।

  • এই সকল প্রকৃত কিম্ব বাল্মীকির রচিত নাম, তাহ নিশ্চয় বলা যায় না । g