পাতা:শ্রীরামচরিত.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীরামচরিত। 之敏 তখন, লঙ্কায় আর.সেনাপতি ছিল না; একমাত্র রাবণ অবশিষ্ট্র ছিল। এস্থলে রোমরাজ্যের পুরাবৃত্ত স্বভাবতঃ স্মরণ হইতেছে। রোমানদিগের শ্যেনপক্ষী বহুদুর উদ্ভূডীয়মান ছিল ; কিন্তু পতনের সময় তাহার কতিপয় অসভ্য জাতির দ্বারা পরাজিত হয়েন। লঙ্কাধিবাসিদের পক্ষেও অবিকল এইৰূপ ঘটিল; ষেহেতুক অসভ্য দাক্ষিণাত্য লোকের সহিত তাহারদের অবস্থা তুলনা করিলে তাহ গরীয়সীই বোধ হইবে। এমত জনশ্রুতি আছে, এবং রামায়ণপাঠেও প্রতীত হয় যে শিল্পবিদ্যা বিষয়ে লঙ্কাদ্বীপ সমধিক উন্নতাবস্থা প্রাপ্ত হয় ; স্বয়ং রাবণ ইদানীন্তন ইউরোপীয় কোন লেখক কর্তৃক “ লঙ্কার আর্কিমেডিয়” বলিয়। উক্ত হইয়াছে। কিন্তু জাতিধৰ্ম্ম রক্ষার প্রতি শিল্পবিদ্যা অতি আল্লই আমুকুল্য করে; মানবসমাজ নীতিচু্যত ও পরিভ্রঃ হইলেই বিনষ্ট হয়। লঙ্কাদ্বীপে যদ্রপ শিল্পবিদ্যার প্রাচুর্য্য ছিল, লোকসকল ততোধিক ভোগাসক্ত ইন্দ্রিয়পরায়ণ হয়। ইহার ফলও তাহারা অচিরাৎ ७धांख श्ल । রাবণ স্বরাজ্য বীরভূন্য দেখিয়া পরিশেষ স্বয়ং যুদ্ধ যাত্রা করিল। এই যাত্রা হইতে তাহাকে আর গৃহে প্রত্যাবৰ্ত্তন করিতে হয় নাই। সংগ্রাম ঘোরতররূপে সম্পাদিত হয় ; কিন্তু চরমে রাবণ রামশরে সমবশষ্যাশায়ী হইল। বিধাতার কি আশ্চর্য্য নিৰ্ব্বন্ধ ! রাবণ সৈন্য বলাদিবিষয়ে রামচন্দ্র হইতে শ্রেষ্ঠহইয়াও পাপদোষে কালের গ্রাসে পতিত হক্টল। ভারতবর্ষীয় 하