পাতা:শ্রীরামচরিত.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ স্ত্রীরামচরিত। লোকের পীরতত্ত্ব্যৰূপ ঘূর্বিষহক্লেশ হইতে এত দিনে মুক্ত হইলেন। লঙ্কার ইতিহাসানুসারে বিক্রমাদিত্য সম্বতের ২৩৩০ বৎসর পূৰ্ব্বে রাবণের মৃত্যু হয়। এখন, স্ত্রীরামচন্দ্র অভিপ্রেতার্থ সম্পাদন পুৰ্ব্বক বিভীষণকে লঙ্কার রাজসিংহাসন প্রদান করিলেন। এবং সীতাকে অশোকবনিকা হইতে অনিয়ন করিলেন। সীতা প্রায় দশমাস কলি লঙ্কায় অবস্থিতিদ্বার এবং পতিবিরহ বেদনায় যাতনাগ্রস্ত হইয়া বিবর্ণ বিশীর্ণ হইয়াছিলেন; রামচন্দ্র নানাবিধ পরীক্ষ* পুৰ্ব্বক তাহাকে গ্রহণ করিলেন। এইৰূপে, গ্রীরাম চতুর্দশবর্ষকাল পর্ষ্যস্ত অরণ্যে বাসপুৰ্ব্বক হৃতপত্নীর এবং হৃতস্বাধীনতার পুনরুদ্ধার করিয়া পিত্রাজ্ঞা পালন করিলেন ; এখন দেশে প্রতিগমনবাসনাপরবশ হইয়৷ তাষোধ্যাভিমুখে যাত্রা করিলেন। নন্দিগ্রামে ভরতের সহিত সাক্ষাৎ হইল; ভরত রাজ্যসহ অকপট আহলাদসহকারে রামচন্দ্রকে গ্রহণ করিলেন। পরে সকলেই অযোধ্যাপুরীতে গমন করিলেন। –00– রামচন্দ্র যথাসময়ে সমারোহের সহিত অযোধ্যfর রাজসিংহাসনে উত্থিত হইলেন ; এবং ভরতকে ঘোঁৰরাজ্য প্রদান করিলেন। লক্ষ্মণ রামসহ অরণ্য মধ্যে বিস্তর ক্লেশ সহ করিয়াছিলেন বটে, কিন্তু ভরতকে যৌবরাজ্য প্রদান করাতে রাগের সমধিক বিজ্ঞতা প্রকাশ • অগ্নিপরীক্ষার অর্থ কঠিন পরীক্ষা ।