পাতা:শ্রীরামচরিত.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামচরিত। পাইয়াছে। এক্ষণে ভারতবর্ষ এক প্রকার নিঃশত্রু হইয়াছিল। . এই সময়ে অঙ্গরাজ্যে রোমপাদ, মিথিলায় জনক, কাশী প্রদেশে কুশধ্বজ, এবং বৈশালী পুরীতে সুমতি নৃপতি রাজত্ব করিতেন। তৎকালে আরও অনেক রাজা বিদ্যমান ছিলেন; কিন্তু সকলেই রামচন্দ্রের সম্মান করিতেন। আর্য্য লোকের তখন সভ্যতার এক উচ্চ সোপানে আরোহণ করিয়াছিলেন। বর্ণবিভাগ, ব্রাহ্মণ ক্ষত্রিয়াদির কৰ্ত্তব্য নিৰূপণ, এবং বর্ণসঙ্করোৎপত্তি পুর্বোহ হইয়াছিল। শ্রীরামের পুৰ্ব্বে বেদসংহিতার অধিক ভাগ রচিত হয়, এবং তাহার সময়ে কাব্য রচনার ও সুত্রপাত হয়। বিদ্যালয় সকল স্থাপিত হইয়াছিল কি না, বলা যায় না ; কিন্তু বাণিজ্যের অনুরোধে লোকে নানা দেশীয় ভাষা শিক্ষা করিত। তখন অনেক লোক শিল্পকাৰ্য্যে নিযুক্ত থাকিত। বণিকদের বিদুরদেশে যাতায়াত প্রযুক্ত আর্য্যের পুৰ্ব্বে চীন, উত্তরে তাতার, ও পশ্চিমে পারসীকাদি দেশের বিষয় অবগত ছিলেন । রাজ্য মধ্যে ভদ্রলোকদের সুরম্য অট্রালকে নিবাস, উপাদেয় মিষ্ট্রাস্নাদি অভ্যবহার, সুচাৰু পট্রজ ও উর্ণজবন্ত্র পরিধান, সুখালয় আরাম মধ্যে অবস্থান, এবং নানা যান বাহনে গতিবিধি ছিল। নগরে ও নানা প্রদেশে রাজবন্ত ও সেতু সকল প্রস্তুত ছিল। শান্তিরক্ষা ও বিচার নিধিত্ত ভিন্ন ভিন্ন স্থানে কর্মচারী সকল নিযুক্ত ছিল। নগর সকল লোকের কলরব দ্বারা পুর্ণ ধার্কিত। এই সমস্ত