পাতা:শ্রীরামচরিত.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Չեr শ্রীরামচরিত। সভ্যতার বিলক্ষণ চিহ্ন বটে। স্বয়ং রামচন্দ্র ষে রাজ্যের সৌষ্ঠব বৃদ্ধি বিষয়ে যত্নবান ছিলেন, তাহ সম্যক সন্তাবিত বোধ হইতেছেf । - ইহা অত্যন্ত পরিতাপের বিষয় ষে রামচন্দ্র বহুকাল নিরুদ্বেগে রাজত্ব করিতে পারেন নাই। কিছু দিন যাইতে না যাইতেই লোকে তাহার অপবাদ উত্থাপন করিল –সীতা দশমাস কাল রাবণগৃহে বাস করেন, কি বিচারে তিনি গ্রহণযোগ্য হইতে পারেন? এৰূপ বাক্য রামের কর্ণ গোচর হইল। আর তিনি নিৰ্ম্মল দম্পতিপ্ৰেমজনিত সুখসম্ভোগে পরিতৃপ্ত হইতে পারিলেন না; উপরোক্ত বাক্য সপবৎ তাহাঁকে দংশন করিল। তিনি সীতাকে বিবাসিত করিতে প্রতিজ্ঞাৰূঢ় হইলেন, এবং বাস্তবিক ও তাহ সম্পাদন করিলেন। সীতা দেবী তমসতিীরস্থ বাল্মীকি মুনির আশ্রমে প্রেরিত হইলেন। সীতা তৎকালে গর্ভবতী ছিলেন, এজন্য অত্যন্ত দুঃখ সহ করিতে হইল। তিনি কিছু কাল বালীকাগ্রমে অবস্থিতি করিয়া কুশীও লব নামক যমজ পুত্ৰ দ্বয় প্রসব করিলেন। সীতাকে নিৰ্ব্বাসিত করিয়| কিয়ৎকাল পরে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান করিতে ইচ্ছা করিলেন । এই

  • দক্ষিণাত্যে রামটঙ্ক নামক কতকগুলীন টাকা প্রচলিত আছে; দেশীয়ের তাহা স্ত্রীরামের মুদ্রিত বলিয়া থাকে ; ফলতঃ সেই বাক্য সত্য নহে। ,

t Heeren's Historical Researches ; Indians.