শ্রীরামচরিত। २8 মহাসত্র তাহার পুৰ্ব্বপুরুষদিগের ব্যবহারসিদ্ধ ছিল। যজ্ঞ সম্পন্ন করণার্থ ভারতবর্ষের আর আর নৃপতি আহ্ ত হইলেন ; তাহার উপহার দ্রব্য সহিত অযোধ্যায় আগমন করিলেন। ঋষিদিগেরও সমাগম হইল। যজ্ঞাহুত ঋষিদের মধ্যে কুশী ও লব সমভিব্যাহারে মহাত্মা বালীকিও আগমন করিয়াছিলেন। যজ্ঞ সমাপ্তির পর কুশীলব বাল্মীকিকৃত রামায়ণের গান করিলেন; তৎশ্রবণে লোক সকল মোহিত হইল, অনেকের বক্ষদেশ অশ্রুধারা দ্বারা সিক্ত হইল, সকলেই সাধুবাদ কুরিতে লাগিল। সমাপ্ত হইলে রামচন্দ্র, কুশীও লবের পরিচয় গ্রহণ পুৰ্ব্বক তাহারদিগকে আত্মজ জানিয়া সুখী হইলেন। তখন সীতাঁকে পুনরানয়নের মানস হইল। তদভিপ্রায়ে বাল্মীকি মুনি কতিপয় লোকসহ স্বকীয আশ্রমে প্রস্থাপিত হইলেন, এবং যথাকালে সীতাকে লইয়া অযোধ্যায় পুনরাগত হইলেন। রাম তখন সমস্ত লোককে কহিলেন, তোমরা যথেচ্ছা জানকীর পরীক্ষা কর, তোমাদের বিবেচনাসিদ্ধ হইলে আমি গ্ৰহণ করিল। কিন্তু জানকী পুনঃ পুনঃ পরীক্ষার কথা শুনিয়া লজ্ঞা ও দুঃখে নিতান্ত কাতরান্বিত হইলেন ; তাহার অস্থিা পরলোকসঞ্চিতদিব্যমুখ লাভার্থে ব্যগ্র হইয়া উঠিল ; এবং তিনি আত্মঘাত পুৰ্ব্বক এক কালে ইহলোকজনিত প্রভূত দুঃখরাশিব শেষ করিলেন। হা ! তিনি কেবল দুঃখভার বহুনার্থ মৰ্ত্ত্যলোকে প্রেরিত হইয়াছিলেন। তাহার চরিত্রে তিতিক্ষার কি পরমাছ ত দৃষ্টাস্থ প্রস্তীত হইতেছে । তিনি পরিশেষে আত্মদাত করিলেন বটে,
পাতা:শ্রীরামচরিত.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।