পাতা:শ্রীরামচরিত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి গ্রীরামচরিত। কিন্তু জীবৎমানে যাদৃশ ক্লেশ সহ করেন, তাহাবাকৃপথ্যতীত। রাজার নদিনী—রাজার সহধৰ্ম্মিণী হইয় তিনি কোন দুঃখ অপরাজিতচিত্তে বহন না করিয়াছেন? চতুর্দশ বর্ষকাল অরণ্যের বিজাতীয় ঘূর্বিষহ কুেশ সহ করা, পরপুরুষকৰ্ত্তক বলের সহিত পরিগৃহীত হইয়৷ আপনার সতীত্ব রক্ষা করা, কিয়ৎকাল ইহলোক সুলভ সুখাস্বাদন করিতে না করিতেই বিনাপরাধে আবার প্রিয়তম স্বামি কর্তৃক বিবাদিত হওয়া, পতিবিরহানলে প্রজ্জ্বলিত হইয়। মুনিগণের আশ্রমে ব্রহ্মচারিণী বৎ আচৰণ করিয়া কাল যাপন করা, বহুলোক সমাকীর্ণ সভাতে সতীত্ব বিষয়ে পরীক্ষণীয় হওয়া কোন সুশীল রাজকুমারীর পক্ষে অবশ্য দুঃসহ দুঃখকর-অবশ্য অতীব লজ্জার বিষয়। তদীয় দুঃখরাশী স্মরণ করিলে হৃদয়ের শোণিত শুষ্ক হয়—নয়ননীরে শরীর পরিপ্লাবিত হয়। তাহার মৃত্যুর পর রামচন্দ্র ক্ষণ কালের নিমিত্তেও আর শাস্তি রসাস্বাদন করিতে সমর্থ হইলেন না। তাহা কে ও অার দীর্ঘকাল জীবিত থাকিতে হইল না। নানাবিধ মনঃপীড়া দ্বারা তাহার দৈহিক প্রকৃতি সম্যকু দুৰ্ব্বল হইয়াছিল, এপ্রযুক্ত কিয়ৎকাল পরেই তিনি লোকান্তরিত হইলেন। রাজ্যের সমস্ত লোক তাহার মৃত্যু হেতু লিলাপ করিতে লাগিল । স্ত্রীরামচন্দ্র দীর্ঘকায়, পুর্ণাবয়ব, ঈষৎশ্যামবর্ণবিশিষ্ট্র, এবং যৌবনাবস্থায় সম্পূর্ণ দ্রঢ়িষ্ট বলিষ্ঠ ছিলেন। বালা