পাতা:শ্রীরামচরিত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীরামচরিত। . v5ჯ কালে যাবতীয় কার্ষে দৈহিকসমর্থ্য প্রকাশ করেন, তাহা কবিগণ দ্বারা সুন্দরন্ধপে বর্ণিত হইয়াছে। তদীয় মুখস্ত্রী সামান্য প্রশংসনীয় ছিল না; কিন্তু রমণীয় মানসিকগুণগ্রামাধিকারিত প্রযুক্ত র্তাহীর চরিত্র সমধিক উজ্জ্বলন্ধঞ্চে প্রতীত হয়। এক প্রকার অগাধারণ বুদ্ধিপ্রাখৰ্য্যদ্বারা তিনি অপরের স্বভাব এবং চরিত্র পরিজ্ঞাত হইতে পারিতেন, এবং আত্মদোষগুণ দর্শনেও অক্ষা ছিলেন না। স্বভাবতঃ সরলচিত্ত, সুশীল, ও প্রিয়ভাষী হইয়া বাধিত না করিতে পারিতেন, এমত মনুষ্য ছিলনা। র্তাহার ভক্তিবৃত্তি সম্পূর্ণ তেজস্বিনী ছিল; জীবনের প্রায় চতুর্থভাগ পিত্রাজ্ঞা পালনে ক্ষেপ করিয়া তিনি তাহার প্রচুর প্রমাণ প্রদর্শন করিয়াছেন। গুহ চণ্ডালের সহ তাহার মিত্রত বিষয়ে যে প্রসঙ্গ আছে, তদ্বারা প্ৰতীত হয় যে তিনি বংশমর্য্যাদা গ্রাহ করিতেন না, প্রত্যুত গুণানুসাবে লোকের সমাদর করিতেন। ঘে কোন অবস্থায় তাহাকে দেখা যায়, কি গৃহ, কি অবণ্য, কি রণক্ষেত্র, কি রাজসিংহাসন, সৰ্ব্বত্ৰে সৰ্ব্বাবস্থায় সমভালে তিনি আপনার ঔদার্ন্যগুণ প্রকাশ করি য়াছেন। তিনি একটি "কুলপাবন সৎপুত্র, ” প্রাণ প্রতিমপতি, ভ্রাতৃবৎসল সহোদর, সুখবৰ্দ্ধনকারি মিত্র, স্নেহময়পিত, অতুলপলযোদ্ধ, অপক্ষপাতি ন্যায়বান্ন রাজা, এবং দীনজন সমুহের অদ্বিতীয় প্রতিপালক ছিলেন। তিনি কোন কেন কাৰ্য্যে ভ্রমে পড়িয়াছেন, কিন্তু সে কেবল মনুষ্য বলিয়াই পড়িয়াছেন। তিনি এক রাজাকে রাজ্যচ্যুত করেন, কিন্তু দুই জনকে রাজপদ