পাতা:শ্রীরামচরিত.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ শ্রীরামচরিত। প্রদান করিয়াছেন। র্তাহার আর,আর অনেক মহাগুণ ছিল; এবং সমস্ত গুণ অচলা ঈশ্বরনিষ্ঠাৰূপ অত্যুৎকৃষ্ট অলঙ্কারদ্বারা বিভূষিত ছিল। কিন্তু কোন মনঃকম্পিত দেবচরিত্র তাহাতে প্রত্যাশ করা আমাদের উচিত নহে। 藝 حسسه O0 حسیست রামচন্দ্রের জীবনবৃত্তাস্ত সমাপ্ত হইল। এক্ষণে তাহাহইতে কি কি সস্তৃপদেশ সঙ্কলিত হইতে পারে, তাহার যুৎকিঞ্চিৎ বিবরণ করা কৰ্ত্তব্য বোধ করিতেছি । আমরা রামচন্দ্রের পিতৃভক্তির উত্তম দৃষ্ট্রান্ত প্রাপ্ত হইয়াছি। রাম ইহ জানিতেন, যে বৃদ্ধাবস্থা সুলভ হতবুদ্ধিত প্রযুক্ত দশরথ এক দুষ্ট রমণীর কথানুসারে র্তাহাকে রাজ্যাধিকারচ্যুত করেন। কিন্তু কোন আত্মসুখ লাভের বিবেচনা অপেক্ষ তাহার পিতৃভক্তির আদেশ গুরুতর জ্ঞান ছিল। চতুর্দশবর্ষ বনবাস স্বীকার করা তাহার পক্ষে কতদূর কৰ্ত্তব্য ছিল, তাহা ভিন্ন ভিন্ন নীতিশাস্ত্রবেত্ত ভিন্ন ভিন্নৰূপে বিবেচনা করিতে পারেন। পিতা মাতা ষে প্রকার কষ্ট্রে আমারদিগকে লালিত পালিত করেন, তাহাতে আমারদের আত্মসুখ বিষয়ে কিছু ক্ষতি স্বীকার করিলেও যদি তাহাদের সন্তোষ জন্মে, তবে তাহাও কৰ্ত্তব্য। পিতা মাতা প্রকৃতিস্থ থাকিয় কদাপি সন্তানের অমঙ্গল প্রার্থনা করেন না। কিন্তু সৎ পুত্র যেমন দুর্লভ, জ্ঞানালোকসম্পন্ন পিতা মাতাও তদ্রুপ। অনেক পুত্রের ন্যায় অনেক পিতা মাত জ্ঞানান্ধকারে আবৃত থাকেন,তাহার সামা