পাতা:শ্রীরামচরিত.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Sలి গ্রীরামচরিত। -হইয়াছেন। উইল্বকোর্ডের মতে বিক্রমাদিত্যের ১৩০৪ বৎসর, বেন্টলির মতে ৮৯৪ বৎসর, এবং টডের মতে ১০৪৪ বৎসর পুৰ্ব্বে রামচন্দ্র বিদ্যমান ছিলেন। আমরা আপনারা এবিষয়ে কিছু যুক্তি প্রয়োগ করিতেছি। পুরাণে দৃষ্ট হইতেছে যে রামচন্ধুের পর উন ত্রিংশ জন রাজা হইলে স্থৰ্য্যবংশে বৃহদ্বলী-পতি উৎপন্ন হয়েন, তিনি ফুৰ্য্যোধনের সমকালীয় ছিলেন। অতএব রামচন্দ্র ও দুৰ্য্যোধনের মধ্যে কেবল উন্নত্রিংশ জন রাজার ব্যবধান থাকিতেছে ; প্রত্যেক রাজত্বে গড়ে ২৫ বৎসর ধরিলে •৭২৫ বৎসর হয়* ; এতদনুসারে ফুৰ্য্যোধনের ৭২৫ বৎসর পুৰ্ব্বে রামচন্দ্র প্রাচুর্ভুত হইয়াছিলেন । পুরাণের মতে দুৰ্য্যোধন বিক্রমাদিত্যের প্রায় ১৮৫৯ বৎসর পূৰ্ব্বে বৰ্ত্তমান ছিলেন ; তাহার সহিত ৭২৫ বৎসর যোগ করিলে ২৫৮৪ বৎসর হয়। সৈংহলপুরাবৃত্তানুসারে বিক্রমাদিত্যের ২৩৩৪ বৎসর পুৰ্ব্বে রাবণের মৃত্যু হয়। যাহা হউক, ফুৰ্য্যোধনের পূৰ্ব্বে সহস্ৰ বৎসরের মধ্যেই যে রামচন্দ্র প্রার্টু ভূত হয়েন, তাহার প্রতি সংশয় হইতে পারে না । O * ইউরোপীয় পণ্ডিতের ২২॥০ বৎসর রাজত্বের মধ্যম সময় বলিয়। ধৃত করেন ।