পাতা:শ্রীরামচরিত.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীরামচরিত। سرطان» প্রকাশ করা হইয়াছে বটে। সুগ্ৰীবের বানরদিগকে দিগ্বিজয় নির্দেশ প্রসঙ্গে বাল্মীকি আপনার ভূগোলবিদ্যার পারদর্শিত বিজ্ঞাপন করিয়াছেন। বাল্মীকি রামের সমকালবৰ্ত্তী ছিলেন ; এবং সৰ্ব্বপ্রথমতঃ কাব্য রচনা করাতে ‘ আদিকবি 'ব fত হইয়াছেন। মহাভারতে রামের বৃত্তান্ত পে বর্ণিত হইয়াছে। কালীদাসকৃত রঘুবংশ। বাল্মীকি যাহাকে নিৰ্মাণ করিয়া সুচাৰু পরিচ্ছদ প্রদান করেন, কালীদাস স্বকীয় অলৌকিক হস্ত স্পর্শদ্বারা তাহাকে সজীব কবিয়াছেন। রঘুবংশ উনবিংশতি সৰ্গাত্মক মহাকাব্য ; তন্মধ্যে নবাবধি পঞ্চদশ পর্য্যস্ত সপ্তসর্গে দশরথ এবং রামের জীবনবৃত্তান্ত বর্ণিত হইয়াচে। ইদানীন্তন এতদেশীয় কোন সুক্ষদর্শি পণ্ডিত কহিয়াছেন “ রঘুবংশের আদি অবধি অন্ত পৰ্য্যন্ত সৰ্ব্বাংশই সৰ্ব্বাঙ্গ সুন্দর। দে অংশ পাঠ করা যায়, সেই অংশেই অদ্বিতীয় কবি কালিদাসের অলৌকিক কবিত্ব শক্তির সম্পূর্ণ লক্ষণ সুস্পষ্ট্র লক্ষিত হয়।” ইহা প্রসিদ্ধ আছে, কালীদাস পিত্রমাদিত্যের সভার নবরত্নের মধ্যে এক জন ছিলেন ; সুতরাং উনবিংশতি শতবর্ষ পূৰ্ব্বে প্রাচুর্ভুত হইয়াছিলেন। বেস্টলি প্রভৃতি যে কতিপয় ব্যক্তি তাহাকে আধুনিকৰূপে প্রতিপন্ন করিবার চেষ্ট্র করেন, তাহার কৃতকাৰ্য্য হয়েন নাই। মহানাটক, এতদেশীয় পণ্ডিতদের মতে হনুমান কর্তৃক বিরচিত হয়। কিন্তু সম্ভবতঃ বিক্রমাদিত্যের