ঐরামচরিত। \98) প্রাদুর্ভাব কালে কোন পণ্ডিত তাহ রচনা করেন। মহানাটক নয় অঙ্কে বিভক্ত ও ৬১২ শ্লোকাত্মক। তাহার স্থানে স্থানে উৎকৃষ্ট্র রচনা আছে। ভটিকাবা, ভট্টনামক পণ্ডিত রচনা করেন। গ্ৰন্থখানি ২২ সর্গে বিভক্ত হন্ডুয়াছে। গ্রন্থকার রামচন্দ্রের চরিত্রের সহিত ব্যাকরণের নানাবিধ উদাহরণ প্রদর্শন করিয়াছেন। বীরচরিত, ও উত্তরচরিত। এই দুই উৎকৃষ্ট নাটক ভবভূতি প্রণীত। ভবভূতি কানাকুক্তাধিপতি ঘশেপৰ্ম্মারসভাসদ ছিলেন, সুতরাং শকান্দার সপ্তদশত:দীতে প্রাঙ্কুভূত হয়েন। অদ্ভূতরামায়ণ নামে এক গ্রন্থ বাল্মীকির কুত বলিয়। প্রসিদ্ধ আছে ; বস্তুতঃ তাহ অতি আধুনিক গ্রন্থ। গ্রন্থকার দশানন রাবণেব উপাখ্যান শ্রবণে পরিতৃপ্ত ন৷ হইয়া শতানন রাবণের গল্প লিখিয়াছেন । মাহ কঢ়িব, তাহার রামায়ণের পূৰ্ব্বে নে " অদ্ভত ' শব্দের প্রয়োগ হইয়াছে, তাঁহা সুসঙ্গত । অধ্যাহ্বারামায়ণ। নীতিধর্মোপদেশ দিবাব জন ষ্ণে ন পণ্ডিত এই গ্ৰন্থ রচনা করেন; তাঙ্ক শিলপাৰ্ব্বতীয় প্রশ্নোন্তঃচ্ছলে লিখিত হইয়াতে । অধ্যায়েব শ্লোক みくぐf 5ミ a・I পশিষ্ঠ রামায়ণ। এই গ্রন্থে অতীব সংক্ষেপে ব:মচন্দ্রেব এক কম্পিত অবস্থার বিষয় লিখিত হইয়াছে , লেদাস্থদর্শনকে সাধারণের হৃদয়ঙ্গমকরাঠ গ্ৰস্তকালের উদ্দেশ্য ক্লিল । যদি তিনি এক উপযুক্ত বিষয়ে
পাতা:শ্রীরামচরিত.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।