পাতা:শ্রীরামচরিত.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o গ্রীরামচরিত। লেখমাকে চালনা করিতেন, তুবে সৎকবিদের মধ্যে, অবশ্য গণনীয় হইতেন। রাঘব পাণ্ডবীয় নামক গ্রন্থ কবিরাজ পণ্ডিত প্রণীত । ইহা এক অদ্ভূত গ্রন্থঃ এক ভাবে ইহা স্ত্ররামের চরিত্র, ভাবাস্তুর গ্রহণ করিলে পঞ্চ পাণ্ডবের বৃত্তান্ত হইয় উঠে। * - তুলসীদাস ব্রজভাষায় এক রামায়ণ রচনা করেন। তিনি চিত্ৰকুট সমীপস্থ হাজপুর গ্রামে ব্রাহ্মণকুলে উৎপন্ন হইয়াছিলেন। যৌবনাবস্থায় কাশীনগরীপতির দেওয়ানৰূপে নিযুক্ত হয়েন। তিনি স্বকীয় ৩১ বর্ষ বয়সে [ ১৬৩১ সম্বতে ] বারাণসীধামে রামায়ণের অনুবাদ আরম্ভ করেন। রামগুণাবলী নামে এক গ্রন্থ তাহার দ্বারা রচিত হয়। আমারদের দেশে কৃত্তিবাস পণ্ডিত দুইশত বর্ষ পূদে রামায়ণকে বাঙ্গলাপরিচ্ছদে প্রকাশ করিয়াছিলেন । যদিও তাহার রচনা উত্তম নহে, কিন্তু তিনি নিতান্তু কবিত্বশক্তিশূন্য ছিলেন না। র্তাহার পুস্তক এক্ষণে পুনঃ পুনঃ মুদ্রিত হইয় বিভ্রষ্ট হইয়া গিয়াছে। আক্ষেপের বিষয় যে আমরা তাহার জীবনবৃত্তান্ত কিছুই অধগত নহি। রামের চরিত্র ভারতবর্ষমধ্যেই নিবদ্ধ ছিল না। আরাকান্ন দেশে এক গ্রন্থ আছে, তাহার উপাখ্যান এই, বে তোৎসকন নামক এক ব্যক্তি প্ররমের পত্নী নংলাঁদাকে হৰণ করিয়াছিল; প্ররাম ও র্তাহার ভ্রাতা প্রলাকৃ তোংসকনকে বিনাশপুর্লক নংসীদার উদ্ধার করিয়াছিলেন ।