jo কবিরঞ্জন রামপ্রসাদ সেনের . f অন্ধ স্কন্ধে অন্ধ চড়ে, উভয়েতে কুপে পক্ষে, কর্মিরে কি কৰ্ম্ম ছাড়ে, তার কি প্রসঙ্গ ॥৩ এই যে তোমার ঘরে, ছয় চোরে চুরি করে, তুমি যাও পরের ঘরে, এত বড় রঙ্গ ॥৪ প্রসাদ বলে কাব্য এটা, তোমাতে জঙ্কিল যে টা, অঙ্গহীন হোয়ে সেটা, দগ্ধ কd অক্ষ ॥৫ কথিত আছে, রামপ্রসাদ, প্রথমাবস্থায় কলিকত: বা অগ্নিকটস্থ বেশন সস্তুস্ত ধনির আলয়ে ধর্ম রক্ষকের ৪৬ ধীমে লেখকের পদে নিযুক্ত ছিলেন স্থঃ যথা নির্দিষ্ট কালে কায্যের অসনে উপবিষ্ট হইয়া আয় স্বপ্নের সৎখ্যা করত খাতার অবশিষ্ট প্রত্যেক স্থানে একটী একটী ভক্তি রসাভিক্তি কল্পিীগুণাহুবাদ পরিপুরিত পদ লিখিয় ভক্তিভাবে পুলকিত হইতেন । এক দিন ধুন রক্ষক ঐ খাত দুষ্টে সীতিশয় বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া গ্রাপন প্রভু সমীপে গিয়া খাত। উদঘাটন পূৰ্ব্বক তাহাঙ্কেদেখাইলে, প্রথমৃত এই গীতটী উহার নেত্র গোচর হইল। যথা আমায় দেওমা তবিল দারী । আমি নিমক হারাম নই শঙ্করী" . • • _ * এই বিষয়ে দুই প্রকায় জনশ্ৰুত আছে, কেহ কেহ কংে তিনি খিদিরপুরস্থ দেওয়াম গোকুলচন্দ্র ঘোৰালের দিকট, ফেং কেছ কহে কলিকাতাস্থ দুর্গাচরণ মিত্রের নিকট লেখকের কর্মে নি যুদ্ধ ছিলেন।
পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।