এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রস্ত্রীকালী কীৰ্ত্তন । ( • মায়ের পুষ্পচয়ন ও শিবপুজা। পুজে বাঞ্ছ বৃষকেতু, পুষ্পচয়ন হেতু, উপনীত কুসুম কাননে গো ! নিখিল ব্ৰহ্মাও মাত ॥ নানা ফুল তুলি, চিত্তে কুতুহলী, গমন কুঞ্জর গমনে। করুণাময়ী, সঙ্গে সহচরী, প্রেমানন্দে গৌরী, .মান মন্দাকিনীর জলে ॥ হরিষ তোমার যে কপালে চাদের আলো, সে কপালে বিভূতি কি সাজে ভাল । অঙ্গে কোশেম্ন বসন সাজে, দেখ আমার বুকে যেন শেল বাজে, অন্তরে পুজেন শঙ্কর করবী বিলু দলে । கத்திக করুণাময়ীর গলৰাদ্য ঘন । গাল বাদ্য ঘন, সজল লোচন, প্রণাম যেমন বিধি । অৰ্দ্ধ চন্দ কৃতি, প্রশীদ শঙ্কর, বেদ বিদাম্বর, কৃপাময় গুণনিধি । جoهھتoم۔