পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রীশ্রীকালী শরণং

শ্রীশ্রীকালী কীর্ত্তন


কবিরঞ্জন রামপ্রসাদ সেন প্রণীত


অধুনা


শ্রীশ্রীনাথ বন্দ্যোপাধ্যায় তথা শ্রীবিহারি-

লাল নন্দী কর্তৃক

গ্রন্থ কর্ত্তার সংক্ষেপ জীবন চরিত সমেত

প্রকাশিত হইল।

কলিকাতা

কলিকাতা নিউ-প্রেস যন্ত্রালয়ে মুদ্রিত

১৭৭৭ শক। ভাদ্র

মুল্য।৹ আনা