পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃপানাখ উপদেশ, প্রসাদ ভক্তের শেষ, প্রাণ দান দিয়া সইতে চায় । । سعدويفس জয় বলে এ বদনে দিলে চাদের তুলনা । ছিছি ও কথা তুলনা ! ছি ছি যার পায়ে চাদ উদয় হয় । তার মুখে কি তুলন। সয় ॥ প্রমুখ মণ্ডল হেরি বিদগ্ধ বিধি । নিজনে রসিয়া নিৰ্ম্মিল কলানিধি । ক্রমুখ তুলনা যদি না পাইল চাদে । সেই অভিমানে টrদ পায়ে পড়ে কাদে ॥ একথা শুনিয়া সখী বলিছে জনেক ! সবে মাত্র এক চাদ এ দেখি অনেক ! ভুবন বিখ্যাত টাঙ্গ সুধার আধার। পরিপূর্ণ খইলে দেবে করয়ে আহার ॥ এই হেতু ও চাদের দেব প্রিয় নাম। . বিচার করিল মনে বিষ্ণু, গুণধাম । । বাসন হইল স্থধ্য সঞ্চয় কারণে। চাদ পাত্ৰ বদলিয়ারাখিল বঙ্গনে । পুরাতন পাত্র চাঁদ ভূমে আছাড়িলু।