পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বিজ্ঞাপন।

 কবিরঞ্জম রামপ্রসাদ সেনপ্রণীত এই কালীকীর্ত্তন, প্রায় ২২।২৩ বৎসর গত হইল, বারদ্বয় মুদ্রিত হইয়াছিল, এক্ষণে আর সচরাচর ইহা প্রাপ্ত হওয়া যায় না, সুতরাং আধুনিক বিদ্যার্থি যুবকেরা অনেকে ইহার নাম ও কবিরঞ্জনেয় আশ্চর্য্য কবিত্ব শক্তির পরিচয় অবগত নহেন। যদিচ এই গ্রন্থখানি দেখিতে অতি ক্ষুদ্র, তথাচ ইহার সুচারু বর্ণন ও ভাব বিন্যাশ অবলোকন করিলে ভাবগ্রাহী সুবিজ্ঞ জনের মনে যে অপূর্ব্ব আনন্দের সঞ্চর হয়, বোধকরি মহামান্য রায় গুণাকরের রচনাবলী পাঠেও তত সুখোদয় হইতে পারেন। ইহার কোন স্থানে অশ্লিল কথার সম্বন্ধ মাত্র নাই; কবিরঞ্জনের প্রগাঢ় শক্তি ভক্তি অনুসারে কেবল ভক্তি রসা-