পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. \రిపి ঐঐকালীকীৰ্ত্তন । পশু বংশ কাস্তি কান্তি নেত্রে একবার . নিরখ পতিত জনে ক্ষতি কি তোমার ; তুণে, শৈলে, কুপে, গঙ্গাজলে চন্দ্রকর । সমান নিপাত বিশ্ব ব্যক্ত শশধর ॥ দুর্গানাম দুল্লভ লবার প্রাককালে । জপিলে জঞ্জাল যায়, নাহিলয় কালে ৷ কি জানি করুণাময়ী কারে হইলে বাম । সম্পদ রক্ষার হেতু জপে দুর্গ নাম ॥ দুর্গানাম মোক্ষধাম চিত্তে রাখে ষেই। সে তরে সংসার ঘোরে সর্ব পূজ্য সেই ৷ বৃহ্ম। যদি চারি মুখে কোটি বর্ষ কয় । তথাচ মহিমা গু৭ সীমা নাছি হয় ॥ মহা ব্যাধি ঘোর দুর্গে দুর্গ যদি বলে । কষ্ট নষ্ট চিরায়ু অচিন্তু ফল ফলে ॥ দুঃস্বপ্নে গ্রহণে দুর্গ স্মরণে পলায়। পুনরাগমন ভয় পরবর্ণে গায়। শ্ৰীদুৰ্গ দুষ্ঠভ নাম নিস্তারের তরি। কেবল করুণাময়ী গ্রীনাথ কাণ্ডারি ॥ তথাচ পামর জীব মোহ-কুপে মজৈ। ইচ্ছা স্বখে বিষপান তাপ এখে ভজে।