স্ত্রীকালী কীৰ্ত্তন । v®ው সাথে তিলক চারু ধরে অচলজ । মীন নিকেতনে কি উড়িছে মান দ্বজ । করিবর, ভুজঙ্গ, মৃণাল, হেমলতা । কোন তুচ্ছ কমনীয় বাহুর তুল্যত ॥ ভুজদও উপমার এক মাত্র স্থান । স্থর তরুবর শাখা এই সে প্রমাণ ॥ হরি গঙ্গা প্রবাহ যমুনা লোম শ্রেণী । নাভিকুণ্ডে গুপ্ত সরস্বতী অনুমানী । মহা তীর্থ বেণী তীরে স্বয়ম্ভ যুগল। স্নান করে মনরে আনন্ত জন্ম ফল ! উত্তরবাহিণী গঙ্গা মুক্ত হার বটে। সুচাৰু ত্ৰিবলী বিরাজিত তার তটে । কবি করে বিবেচনা যে ঘটে যে জ্ঞান । মণি কণিকার ঘাটে সুচারু সোপান ॥ রসময় বিধাতার কিবা কব কাণ্ড । ধভাজন করিতে ন পাইলে যেমন মন ক্ষুব্ধ থাকে, একটি উৎকৃষ্ট প্রবন্ধের সকল অংশ দেখিতে না পাইলে কবিতা প্রিয় পাঠক বৃন্দের তমনি চিত্ত বৈকল্যত জন্মায় বটে, কিন্তু কি করি সুমঙ্গর উহা কোন ক্রমে সংগ্ৰহ করিতে পরিলক্সিলf; স্থবিজ্ঞ পাঠক মহাশয়দিগের নিকটু ক্ষম প্রার্থনা করিয়াই নিরস্ত রছিলাম।
পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।