পাতা:শ্রীশ্রীগয়ামাহাত্ম্য.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়েইধ্যায় । নারদউ চি । গয়াসুরঃ কথংজাতঃ কিম্প্রভাব কিমাত্মক: |

  • তপস্তপ্তং কথংতেন কথংদেহ পবিত্রত । ১ {

সনৎকুমার প্রতি দেবর্ষি নারদগোস্বামী প্রশ্ন করিতেছেন, হে প্রভো ! গয়নামক অসুর কি প্রকারে কাহা হইতে জন্মে, অরি তাহার প্রভাবই বা কি প্রকার ছিল, তাহার শরীরই বা কিমাকার বিশিষ্ট এবং কি রূপ তপস্যা করিয়াছিল, যে তপস্যার ফলে সে স্বদেহের পবিত্রত লাভ করে, তৎপ্রস্তাব শুনিতে ইচ্ছা হয় । সনৎকুমার উবাচ । -বিষ্ণোর্নাভ্যন্থজাজ্জাতে ব্ৰহ্মালোক পিতামহ: · প্রজীঃ সলঙ্গ সংপ্রোক্তঃ পূৰ্ব্বদেবেন বিষ্ণুনা । ২ { নীরদকর্তৃত্ব পৃষ্ট হইয়া ভগবান সনৎকুমার তৎপ্রশ্নের উত্তর কবিতেছেন । হে নারদ শ্রবণ করহ। স্বষ্টির প্রথমে সূৰ্ব্বলোক পিতাभइ ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি পদ্ম হইতে জবির্ভাব হন। পুৰ্ব্বদেব অর্থাৎ জাদিপুরুষ বিষ্ণুকর্তৃক আদিষ্ট হুইয়া সেই প্রজাপতি প্রজ মঞ্জম করেন ৷ ২ 11 , অসুরেণৈব ভাবেন আঁজুরানস্বজৎ প্ৰভুঃ। সোমনস্তেন্ন ভাবেন দেবানু সুমনসোহস্বল্পষ্ট ॥৩।