এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । কহিলেন দেবী—৪ “দ্বিতীয় অপর, কে আছে আমার ? স্বধু এক আমি এ জগতে ; এ সব শকতি, আমারি বিভূতি, হের, দুষ্ট, পশিছে আমাতে "৫ হইল বিলয়, সেই সমুদয় ব্ৰহ্মাণী - প্রমুখ দেবী যত— সেই দেবী-দেহে ;– একমাত্র তাহে, অম্বিকা রহিলা বিরাজিত। ৬ কহিলেন দেবী-৭ “বিভূতি বিস্তারি, বহু - মূৰ্ত্তি ধরি ছিন্ন রণে,—স্থির হও তুমি ;-- সে রূপ আমার করিয়া সংহার রহি রণে–এবে একাকিনী ।“৮ কহিলেন ঋযি—৯ মুর-গণ আর আমুর নিকর —সকলেতে হেরিল তখন, দেবী—শুম্ভ আর, উভয় মাঝার, বাধিল কি নিদারুণ রণ। ১০ 'o :)