এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২০ মার্কণ্ডেয় পূজাকালে আর মহোৎসবে, কিম্বা অগ্নিকার্য্যে আর বলিদানে, এ সকল মাহাত্ম্য আমার উচিত সতত শ্রবণ - পঠনে। ১• জ্ঞানী কিম্বা জ্ঞানহীন জনে, করয়ে যদ্যপি পূজা - বলিদান— কিম্বা যদি করে বহি-হোম, আমি করি তাহ প্রীতিতে গ্রহণ। ১১ বর্ষে বর্ষে শরৎ - ঋতুতে মহাপূজা মম করে যেই জন, সে পূজায় ভক্তি - সহকারে এ মাহাত্ম্য মম করিলে শ্রবণ ;–১২ প্রসাদে আমার নরগণ সৰ্ব্ব - বিঘ্ন - হতে হইবে উদ্ধার— হবে ধন - ধান্ত - পুত্র - যুত, নাহিক সংশয় ইথে কিছু আর। ১৩ ७निष्श मांशङ्का ७३ भभ শুভময় মোর জন্ম - বিবরণ, আর মোর রণে পরাক্রম, —হয় ভয়হীন পুরুষ সে জন। ১৪