পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী-মাহাত্ম্য। —$— চণ্ডী—হিদু বিশেষতঃ শাক্ত সম্প্রদায়ের প্রধান ধৰ্ম্মগ্রন্থ। হিন্দু মাত্রেই চণ্ডীর বিশেষ আদর করিয়াথাকেন। চণ্ডীতে অনেক নূতন দার্শনিক তত্বের, ও মূল ধৰ্ম্ম-তত্ত্বের অবতারণা আছে। চণ্ডীর উপাখ্যানে ও স্তোত্রে অনেক গুঢ় তত্ত্ব নিহিত আছে। আমি এস্থলে সে সকল তত্ত্ব বুঝিতে চেষ্টা করিব। তাছা হইলে হিন্দুর নিকট চওঁীর কেন এত আদর-এত সম্মান-এত পূজা, কেন চণ্ডী আমাদের এক প্রধান ধৰ্ম্ম-গ্রন্থ—তাহা বুঝিতে পারিব। হিন্দুর প্রায় সকল ধৰ্ম্ম-কৰ্ম্মেই চণ্ডী-পাঠ বিহিত। চওঁতেই উক্ত হইয়াছে— “পুজাকালে আর মহোৎসবে, কিম্বা অগ্নিকার্য্যে আর বলিদানে, এ সকল মাহাত্ম্য আমার উচিত সতত শ্রবণ - পঠনে ।

  • * 莎 সৰ্ব্বরূপ শান্তি - ক্রিয় - কালে,

সেইরূপ আর দুঃস্বপ্ন-দর্শন-- কিম্বা উগ্র - গ্রহ - ব্যাধি কালে, করিলে আমার মাহাত্মা-শ্রবণ।”