মাহাত্ম্য। S8% অমাতাগণ র্তাহার “কোষ-বল” অপহরণ করিয়া লইল । তখন মুরথ রাজা মনের দুঃখে গহন কাননে মৃগয়া ছলনা করিয়া চলিয়া গেলেন ; এবং তথায় মুনিশিষ্য-শোভিত প্রশান্ত শ্বাপদকীর্ণ মেধস ঋষির আশ্রমে বাস করিতে লাগিলেন । তথাপি মুরথ রাজার রাজ্যের প্রতি মমতা দূর হইল না। তিনি সেই চিন্তায় ম্ৰিয়মাণ হইয়া কাল যাপন করিতে লাগিলেন। j সেই সময়ে এক দিন সনাধি নামে এক বৈগু, আত্মীয়-স্বজন কর্তৃক হৃত-সৰ্ব্বস্ব হইয়া ও স্ত্রী-পুত্র কর্তৃক তাড়িত হইয়া, সেই আশ্ৰম-অভিমুখে আসিতেছিল। সুরথ রাজার সহিত সমাধির সাক্ষাৎ হইল। সুরথ রাজা দেখিলেন যে, তিনিও যেমন র্তাহার বাজ্যের প্রতি মমতাযুক্ত—এই বৈখ্যও তেমনই তাহার সেই বিশ্বাস-ঘাতক ক্রুর পুত্র - পরিবারের উপর মমতাযুক্ত । রাজা বৈপ্তকে বলিলেন— “ধন-লোভে লুব্ধ যেই দার-সুত করেছে দূর তোমা,— তাহদের প্রতি, কেন তব মন, স্নেহবদ্ধ হয়ে ধায় ?” তখন বৈশ্ব উত্তর করিল— 錄 薄 嶺 寧 “কি করিব আমি– নারে নিষ্ঠুরতা বাধিতে আমার মন ।
পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।