পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য । Ꮌ8Ꮌ কহ মহাভাগ। জনমে কেমনে, জ্ঞানীরও মোহ এমন, বিবেক-বিহীন আমা দুজনার এ মৃঢ়তা যে কারণ " এই স্থলে জীবনের বড় বিষম সমস্তার কথা উল্লেখ করা ইয়াছে। বিনিই একটু ভাবিয়া দেখিবেন—তিনিই বুঝিবেন যে, তাহার নিজ চিত্তের উপর কোন আয়ত্ত নাই। র্তাহার প্রবৃত্তি যেরূপ—তিনি সেইরূপ কাৰ্য্য করেন। সেই প্রবৃত্তিকে দমন করিবার তাহার ক্ষমতা নাই। আমাদের কোন স্বাধীনতা নাই। আমাদের জ্ঞানের এমন সাধ্য নাই যে, সে প্রবৃত্তির উপর আধিপত্য করে। আমরা প্রবৃত্তি-চালিত। আমাদের প্রকৃতি যদি আমাদের বশে নহে, তবে ইহা কাহার দ্বারা চালিত ? এ বড় বিষম সমস্তা। মেধস ঋষি এই সমস্তার উত্তর দিয়াছিলেন। fতনি বলিলেন— “সত্য বটে জ্ঞানী মানবের জাতি, –কিন্তু একা নহে তারা ; যেহেতু নিশ্চয় জ্ঞানী সবে হয় পশু - পক্ষী - মৃগ যারা । পক্ষী-মুগে যাহা— মানুষেতে তাহা, –ङ्गा हेश्रिमत्र आन হয় যেইরূপ,— অন্ত বৃত্তি চয়, ভয়ে হয় সমান ।