পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য। S☾Ꮌ रांशं शखैक 哆 拳 -擊 “নিমেষে অম্বর - মহাচক্ষু, করিলেন অম্বিকা নিধন ।” তাহার পর, মহিষাসুরের সেনানীগণের সহ দেবী যুদ্ধ করিয়াএকে একে তাহাদিগকে বিনাশ করিয়া শেষে মহিষাসুরকে বধ করিলেন। 喙 棒 “উল্লম্ফনে দেবী করি আরোহণ সে মহামুরে, . চরণে চাপিয়া কণ্ঠদেশ তার করিলাতাড়িত শূল-প্রহারে। দেবী-পদাক্রান্ত হয়ে সে তখন, নিজ মুখ হ’তে করিল তবে অৰ্দ্ধেক শরীর যেমন বাহির, —হইল নিরস্ত দেবী-প্রভাবে। অৰ্দ্ধ-নিঃসারিত হয়ে মহাসুর, তবুও হইল সমরে রত ; মহা অসি-ঘাতে কাটি শির তার, করিলা সেদেবী ভূমেপাতিত।” ইহাই বোধ হয় দেবীর শারদীয়া দশভূজ মূৰ্ত্তি। আর বোধ হয় এই মহিষাসুরের সহিত যুদ্ধের সময়েই দেবী জগদ্ধাত্রী মূৰ্ত্তি ধারণ করিয়াছিলেন। মায়াবী মহিষাসুর নানামূৰ্ত্তি ধরিয়া যুদ্ধ করিয়াছিল। সে যখন পুরুষ-রূপে যুদ্ধ করিয়াছিল-দেবী তপন তাহার মস্তক ছেদন করেন।