এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
〉やや চণ্ডী দেবী কালিকারে কহিলেন— ‘চণ্ড-মুণ্ড-মুণ্ড লয়ে, আমার নিকটে ধেয়ে আইলা যখন, হে দেবি! এ ত্রিভুবনে, হবেগে চামুণ্ড নামে, খ্যাত এ কারণ ” এদিকে চণ্ড-মুণ্ড সসৈন্তে নিহত হইয়াছে শুনিয়া, গুস্ত ও নিগুম্ভ সমবেত সেনাবল ও সেনাপতিগণ সঙ্গে লইয়া যুদ্ধ করিতে আসিলেন । শুম্ভের সেনা অসংখ্য । কিন্তু অন্যদিকে একা দেবী অম্বিক, আর র্তাহার দেহ-সন্থত চামুণ্ড;-আর একমাত্র সহায় সেই বাহন সিংহ। এমন সময়
- হেন অবসরে দেব-হিত-তরে করিতে দেবারি-দৈত্য-নিধন, বিষ্ণু-গুহ-ভব বিরিঞ্চি-বাসব
—সে সব দেবত-শকতিগণ, র্তাদের শরীর হইতে বাহির সমম্বিত বীৰ্য্য-বলে তখন— নিজ নিজ রূপে চণ্ডীক সমীপে, আইলা ধাইয়া, ওহে রাজন! যে দেবের রূপ হয় যেইরূপ ভূষণ-বাহন যেরূপ যার সে দেব-শকতি যুঝিতে অরাতি আইলা ধরিয়াসে রূপ র্তার।” এইরূপে ব্ৰহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী,