পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাহাত্ম্য। צף צ “হে অধিলেশ্বরি! মাতঃ ! ত্রিলোকের বাধাযত —ধাহে প্রশমিত, যেই কৰ্ম্মে হয় হত মোদের অরাতি যত —কর তা সাধিত ।” তখন ভবিষ্যতে দেবী কোন কোন সময়ে আবিভূত হইবেন, তাহা বলিয়া দিলেন। বৈবস্বত-মন্বন্তরে অষ্টবিংশ যুগে, অন্ত রূপ ধারণ করিয়া শুম্ভ-নিশুম্ভ-দৈত্য জন্ম গ্রহণ করিবে । ীে নন্দ গোপ-গৃহে যশোদা-গর্ভে সম্ভূত হইয়া, তাহাদিগকে সংস্থার করিবেন, ও বিন্ধ্যাচল-বাসিনী হইবেন। এই শুম্ভ ও কংস এক কিনা, তাহ বলা যায় না। এইরূপে তিনি ‘বৈপ্ৰচিত্ত দানব বধ করিয়া ‘রক্তদস্থা নামে আখ্যাত হুইবেন ; শান্ত বর্ষের অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দূর করিয়, শতাক্ষী ও শাকম্ভর নামে অভিহিত হইবেন ; দুর্গ অসুরকে সংস্থার করিয়া ‘দুর্গ।’ নামে বিখ্যাত হইবেন ; এবং অন্য দানবগণকে বধ করিয়া ‘ভীমা’ ও ভ্রামরী নামে কীৰ্ত্তিত হইবেন । দেবী আরও আশ্বাস দিলেন— "ত্রিলোক-মঙ্গল-তরে, আমি সে মহা অসুরে করিব সংহার ; 熔 毒 烯 বিঘ্ন যত দৈত্য হ’তে উপজিবে হেন মতে —যখনি যখনি । সেইকালে অবতরি, করিব সংহার হরি —তখনি তখনি।” S AAAAAS S ASAAAAASA SAASAASSAAAAAASAAAA