এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ున8 চণ্ডী
- 5, #sits footo offs—'Books for a' times বলিয়া আদর করিতে বাধ্য হইবেন। আজকাল শিক্ষিত সম্প্রদায় মধ্যে অনেকেই হিন্দু ধৰ্ম্মে আস্থাবান।. অনেকে গীতার আদর করিতে আরম্ভ করিয়াছেন। ক্রমে তাহারা গীতার স্তায় চণ্ডীরও আদর করিবেন—সন্দেহ নাই। চণ্ডীগ্রন্থে গীতার স্তায় ধারাবাহিক রূপে তত্ত্বালোচনা না থাকিলেও, তাহাতে যে সাধরণের বোধগম্য করিয়া অনেক মূল ধৰ্ম্ম-তত্ত্ব আলোচিত হইয়াছে তাহা স্বীকার করিতেই হইবে।
এই ক্ষুদ্র আলোচনা হইতে, যদি কেহ চণ্ডীর আদর করিতে আরম্ভ করেন, চণ্ডীর শক্তিবাদ বুঝিতে চেষ্টা করেন,—জগতের মূল শক্তিকে মাতৃভাবে ধারণ ও উপাসনা করিতে শিক্ষা করেন, তবে আমাদের শ্রম সার্থক মনে করিব।