পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । স্বভাব—স্বরূপ কিবা সে দেবীর, কি হতে উদ্ভব তার ? ওহে ব্রহ্মবিদ্‌ ! এই তত্ত্ব সব, করি বাঞ্ছা শুনিবার । ৫৫ কহিলেন ঋষি—৫৬ নিত্য হন তিনি, জগত - রূপিণী, র্তাহে ব্যাপ্ত এই সব ; তবু নানা ভাবে, আমার নিকটে, শুন তার সমুদ্ভব । ৫৭ দেব-কাৰ্য্য যবে করিতে সাধন, হন তিনি আবিভূর্ত,— হয়ে নিত্য তৰু, ‘উৎপন্ন বলিয়া, হন লোকে অভিহিত । ৫৮ প্রলয়ে জগং করি একীর্ণব, বিষ্ণু প্ৰভু ভগবান, অনন্ত-শয়নে, ছিলেন যখন যোগ - নিদ্রাতে মগন ;–৫৯ বিকট তখন, অমুর দুজন, —মধু ও কৈটভ খ্যাত, বিষ্ণু-কর্ণ-মলে জন্মি সমুদ্যত ব্ৰহ্মারে করিতে হত। ৬০ X >