এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । ›ፃ কহিলেন ঋষি—৮৮ তাহারা তখন করি দরশন জলে বিশ্ব নিমজ্জিত, হরি ভগবানে কমল - লোচনে, কহিল হয়ে বঞ্চিত ;–৮৯ “(প্রীত রণে তব ;– কর যদি বধ, হইব গৌরব - যুক্ত ; ) বিনাশ মোদের সেথায় — যেখান সলিলে নহে প্লাবিত ৷ ” ৯০ কহিলেন ঋষি—৯১ “তাই হবে” তবে বলি ভগবান, —শখ - চক্র - গদাধারী, ছেদিলেন চক্রে মস্তক তাদের, রাখি নিজ জানু’পরি । ৯২ বিধাতার স্তবে, দেবী এইরূপে, আপনি উদ্ভব হন ; সে দেবীর পুন: কহিব প্রভাব, করহ তুমি শ্রবণ । ৯৩