এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মার্কণ্ডেয় বদন-মণ্ডল হতে তবে, মহাতেজ হইল বাহির। ১• ইন্দ্র আদি অন্য দেবতার দেহ হতে হইয়া নিঃস্থত— দীপ্ত তেজ-পুঞ্জ মুমহান, তা সহিত হইল মিলিত। ১১ তখন বিশাল তেজ-রাশি— করি দীপ্তি-ব্যাপ্ত-দিগন্তর, প্রজ্জ্বলিত পৰ্ব্বতের প্রায়— নিরখিল অমর নিকর। ১২ তবে সৰ্ব্ব-দেব-দেহ - জাত, সেই তেজ-পুঞ্জ নিরুপম মিলি—পরিণত নারী-রূপে, —রূপালোকে ব্যাপি ত্রিভুবন । ১৩ হতে শক্তি শস্তু সমুদ্ভূত হল তার বদন-বিকাশ ; বিষ্ণু-তেজে হল বাহু চয়, যম-তেজে জন্মে কেশ-পাশ। ১৪ ইন্দ্র-তেজে হল মধ্যভাগ, চন্দ্রমায় চারু যুগ্ম-স্তন ;