পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 মার্কণ্ডেয় আর সর্ব-নাগেশ্বর শেষ— যিনি ধরা করেন ধারণ, বিভূষিত নানা মহামণি নাগ-হার করিলা অর্পণ। ৩• এইরূপে অন্ত দেব-দলে সন্মানিত অস্ত্র - আভরণে হয়ে দেবী—উচ্চে অট্টহাসি, মুহুমুহু নাদিলা সঘনে। ৩১ র্তার সে নিনাদ ভয়ঙ্কর— অসীম গভীর সুমহান, করি পূর্ণ সৰ্ব্ব নভ:স্থল, প্রতিধ্বনি স্বজিল ভীষণ ॥ ৩২ তাহে ক্ষুব্ধ হল সৰ্ব্বলোক, কম্পিত হইল রত্নাকর, উঠিল৷ শিহরি বমুন্ধরা, বিচলিত হইল ভূধর। ৩৩ পুলকে গাহিলা দেবগণ দেবী সিংহ-বাহিনীর জয় ; ভক্তি-ভরে করি দেহ নত করে স্তব তাপস-নিচয় ॥ ৩৪