এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । সেও ক্রোধ-ভরে মহা বীৰ্য্যবান খুরাঘাতে ধরা করে বিদার, শৃঙ্গের তাড়নে উন্নত ভূধর করিল নিক্ষেপ—ছাড়ে হুঙ্কার। ২৫ হয়ে বিদারিত বিচরণ - বেগে, বিশীর্ণ হইল ধরণী-তল ; লাঙ্গুল-তাড়নে তাড়িত জলধি প্লাবিত করিল সকল স্থল। ২৬ হইয়া বিদীর্ণ শৃঙ্গের কম্পনে খণ্ড খণ্ড হল জলদ দল ; শ্বাস-প্রভঞ্জনে পাড়িল ভূতলে শূন্ত হতে কত শত অচল। ২৭ নিরথি-এরূপে সে মহা অসুর আসিছে সরোধে উন্মত্ত প্রায়, তখন চণ্ডিকা সে দেবী অম্বিক করিলেন ক্রোধ বধিতে ত{{। ২৮ নিক্ষেপি সে দেবী পাশ-অস্ত্র তারি, সে মহা অসুরে বঁধিলা তায় ; সেও বদ্ধ স্তয়ে সে মহা সমরে, তাজিল আপন মহিষ-কায় ;–২৯ S)q