এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মার্কণ্ডেয় দেবী-পদাক্রান্ত হয়ে সে তখন, নিজ মুখ হতে করিল তবে অৰ্দ্ধেক শরীর যেমন বাহির, —হইল নিরস্ত দেবী-প্রভাবে। ৪১ অৰ্দ্ধ-নিঃসারিত হয়ে মহামুর, তবুও হইল সমরে রত ; মহা অসি-ঘাতে কাটি শির তার, করিলা সে দেবী ভূমে পাতিত। ৪২ মহা হাহাকার করি অতঃপর দৈত্য - সৈন্য সব বিনষ্ট হয়, তখন সকল দেবতার দল পরম আনন্দ লভিলা তায় । ৪৩ দিব্য মহর্ষির সহ—সে দেবীর করিলেন স্তব সুর - নিকর ; গন্ধৰ্ব্ব - পতির গাহিলা সঙ্গীত, নাচিল মিলিয়া যত অপাের। ৪৪