এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । 8% রক্ষ, হে চণ্ডিকে ! রক্ষ পূৰ্ব্বদিকে —ঘুর্ণত করি শূল তোমার, রক্ষহ পশ্চিমে, রক্ষহ দক্ষিণে, রক্ষ, ঈশ্বরি! উত্তরে আর। ২৫ অতি ভয়ঙ্করী, কতু মনোহারী, ত্রিলোকে যেই রূপ বিহরে,— তব সেই রূপে— রক্ষ আমা সবে, রক্ষহ আর এই সংসারে। ২৬ যে গদা-কৃপাণে শূল - প্রহরণে, শোভিত তব কর - পল্লব, রক্ষ সৰ্ব্ব দিকে, হে মাতঃ অম্বিকে ! সে সব শস্ত্রে মোদের সব । ২৭ কহিলেন ঋযি—২৮ তুষি এই স্তবে, আরাধিলা তবে সে জগদ্ধাত্রী দেবতাগণ, সন্থত নন্দনে মনোজ্ঞ প্রস্থনে সহ সুগন্ধ অনুলেপন ; ২৯ দিব্য ধূপ-বাসে সকল ত্ৰিদশে পূজিলে ভক্তি ভরে তখনি,