এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । উচ্চৈঃশ্রব নামে অশ্ব - রত্ন সেই —উদ্ভূত ক্ষীরোদ - মন্থনে,— প্ৰণিপাত করি সমপিল মোরে যতেক দেবতা যতনে । ১০৯-১১০ “দেবতা - গন্ধৰ্ব্ব - নাগ - গণ - বশে যা কিছু আছিল, সুন্দরি ! রত্ন সম সেই ८थं चला षष्ठ এবে সে সকলি আমারি । ১১১ “রত্ন - রূপ নারী লোক-মাঝে তুমি, হে দেবি । জেনেছি তোমারে ; সেই তুমি তবে করহ আশ্রয় রত্ন ভোগী আম দোহারে। ১১২ “ভজ মোরে কিম্বা অমুজে আমার —নিশুম্ভ বিপুল - বিক্ৰমী, হে চঞ্চলাপাঙ্গি ! রত্ন - স্বরূপিণী হও যে তুমি এ রমনী। ১১৩ “পাইবে পরম ঐশ্বৰ্য্য অতুল লইলে আশ্রয় আমারি ; করহ গ্রহণ পত্নীত্ব আমার —বুদ্ধিতে এ কথা বিচারি।" ১১৪