পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার শক্তিতে করে—যে করে ভক্ষণ, কিম্বা করে প্রাণ-কাৰ্য্য, শ্রবণ, দর্শন ; না জানি আমায়—ক্ষয় হয় লোকগণ, হে শ্রুত ! সে তত্ত্ব কহি করহ শ্রবণ ॥ ৪ ॥ যে তত্ত্ব সেবিত নরে অমর নিকরে, তাহাই কহিমু এবে আমিই আপনি ; রক্ষিতে বাসনাযারে—শ্রেষ্ঠ করি তারে, তারে করি–ব্রহ্মা,ঋষি,কিম্বা তত্ত্বজ্ঞানী ॥৫ বিনাশিতে ব্ৰহ্ম-দ্বেষী হিংস্ৰক অসুরে, আমিই রুদ্রের ধনু করেছি বিস্তার ; যুঝি আমি অরি-সনে লোক-রক্ষী-তরে, আমিই প্রবিঃ স্বৰ্গ-পৃথিবী-মাঝার ॥ ৬ ॥ কজি আমি পিত-বোমে ব্রহ্মশির’পরে, সলিলে সাগরে আছে কারণ আমারি । তাহা হতে ব্যাপি বিশ্ব-ভূবন-অন্তরে, মায়া দেহে স্বৰ্গ আই আছি স্পর্শ করি ॥ ৭ ৷ আমিই স্বজন কালে এবিশ্ব ভুবন-- ব্যাপি নিজে—বায়ুসম হই প্রবর্তিত ; অতিক্ৰমি মর্ত্য-স্বর্গ করি অতিক্রম, ঈদৃণী মহিমা হয়েছিল। সমুদ্ভুত ॥৮ ॥