পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 মার্কণ্ডেয় সে দেবী শঙ্করী, কোদণ্ড টঙ্কারি, ঘোর-শর-জাল করি বর্ষণ, সে ক্ষিপ্ত কুঠার- চক্র - শূল - শর, করিলেন লীলা-ছলে ছেদন । ৩১ কালিকা তখন, করি বিদারণ বৈরীগণে—শূল করি ক্ষেপণ, খট্রাঙ্গের বলে বিদলি সকলে, সম্মুখে দেবীর করে ভ্রমণ। ৩২ কমণ্ডলু- বারি, বরিষণ করি, যে-যেদিকে ধায় ব্রহ্মাণী তবে, বল-বীৰ্য্য-হত, তেজ-বিরহিত, করিলা অমনি অরতি সবে। ৩৩ জার মাহেশ্বরী সে ত্রিশূল ধৰি, ধরিয়া বৈষ্ণবী চক্র আপন, শক্তি-অস্ত্র ধরি কোপেতে কৌমারী, —করেন নিধন দানবগণ। ৩৪ নিক্ষেপি অশনি, ঐন্দ্রীও আপনি, শত শত সেই দৈত্য-দানবে, করে বিদারিত, ভূতলে পাতিত, —রুধির-প্রবাহ বহিল তবে । ৩৫