পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ᎼᎸ ধাম। কেহ বলে মহাতেজিয়ান অধিকারী। কেহ বলে কোন ৰূপ বুঝিতে না পারি। কিবা যোগী নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী। যার যেন মত ইচ্ছ না বলয়ে কেনি। ষে সে কেনে চৈতন্যের নিতানন্দ নহে। তথাপি সে পাদপদ্ম রহুক হৃদয়ে ॥ এত পরিহারেও ষে পাপী মিন্দ করে। তবে নাথি মারো তার শিরের উপরে ॥ জয়২ নিতানন্দ চৈতন্য জীবন। তোমার চরণ মোর হউক শরণ। তোমার হইয়। যেন গৌরচন্দ্র গাঙ । জন্ম২ যেন তোমা সংহতি বেড়াঙ ॥ শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে। জন্ম জন্ম চৈতন্যের সঙ্গে অবতরে। যে শুনয়ে আদিখণ্ডে চৈতন্যের কথা। তাহারে ঐগৌরচন্দ্র মিলয়ে সৰ্ব্বথা । ঈশ্বর পুরির স্থানে হইয়। বিদায়। গৃহে আইলেন প্রভু শ্ৰীগৌরাঙ্গরায়। শুনি সৰ্ব্ব নবদ্বীপ হৈল আনন্দিত। প্রাণ আসি দেহে যেন কৈল উপনীত ॥ শ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দজান। বৃন্দ বন দাসতছু পদযুগে গান। ইতি আদিখণ্ডে গয়াভূমি গমনং পঞ্চদশোহধ্যায়ঃ e ॥ আদিখণ্ড কথাং দিব্যাং যে শৃণুন্তি মহাত্মনঃ। সৰ্ব্বাপরাধ নিমুক্ত স্তেভবন্তি মুনি শ্চিতং ॥ যে পঠন্তি মহাত্মানো বিনিখন্তি পরাদরং। প্রলয়েপিচ তেষাং বৈতিষ্ঠ তোষ হরেঃ স্মৃতিঃ । জন্মাবধি গয়াভূমি গমনেষৎ কধোদয়ং। তৎকথ্যন্তে বিজ্ঞজনে নাদিখণ্ডস্য লক্ষণং । ইতি শ্ৰীচৈতন্য ভাগবতে আদিখণ্ড সংপুর্ণং। • । শ্ৰীশ্ৰীকৃষ্ণ চৈতন্যচন্দ্রায় নমঃ ॥ * ॥