পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । জড় প্রায় হইল বিহবল ৷ লোকে বলে হাড়োওঝ হইল পাগল। তিনমাস না করিলা অন্নের গ্রহণ। চৈতন্য প্রভাবে সবে রহিল জীবন ॥ প্রভুকেনে ছাডে যার হেন অনুরাগ। বিষ্ণু বৈষ্ণবের এই অচিন্ত্য প্রভাব । স্বামিহীন দেবভূতি জ ননী ছাডিয়৷ চলিল কপিল প্রভু নিরপেক্ষ হএর ব্যাসহেন বৈষ্ণব জনক ছ। ডি শুক। চলিল। উলাটি নাহি চাহিলেন মুখ। শচীহেন জননী ছাডিয়া একাকি নী। চলিলেন নিরপেক্ষ হঞ ন্যাসীমণি ॥ পরমার্থে এইত্যাগে ত্যাগ কভু নহে এসকল কথাবুঝে কোন মহাশয়ে ৷ এসকল লীলা জীব উদ্ধার কারণে। মহাকাষ্ঠ দ্রবে যেন ইহার শ্রবণে ॥ যেন পিতা হারাইয়া গ্রীরঘুনন্দনে । নির্ভরে শুনিয়া তাছা কান্দয়ে যবনে ॥ হেনমতে গৃহছাড়ি নিত্যানন্দ রায়। স্বানুভাবানন্দে তীর্থ করি য় বেড়ায়। গয়া কাশী প্রয়াগ মথুরা দ্বারাবতী। নরনারায়ণাশ্রম গেলা মহামতি বৌদ্ধালয় গিয়া গেলা ব্যাসের আলয় । রঙ্গনাথ সেত্তবন্ধ গেলেন মলয় ॥ তবে অ নন্তের পুরা গেল মহাশয়। ভ্ৰমেণ নিৰ্জনবনে পরম নির্ভয় । গোমতী গণ্ডকী গেল সরযু কাবেরী। অযোধ্যা দণ্ডকায়ণ বুলেন বিহরি। ত্রিমল্ল বেঙ্কটনাথ সপ্তগে৷ দাবরী । মহেশের স্থান গেল। কন্যক নগরী ॥ রেমামাহেস্বতী মল্লতীর্থ হরি দ্বার। ষষ্ঠ পূৰ্ব্ব অবতার হইল গঙ্গার । এইমত সৰ্ব্ব তীর্থ নিতানন্দরায়। সব দেখি পু ন আইলেন মথুরায় । চিনিতেন পারে কেহ অনন্তের ধাম। হুঙ্কার করেন দেখি পূৰ্ব্ব রহ স্থান । নিরবধি বাল্যভাব আননাহি ক্ষুরে। ধূলাখেলা খেলে বৃন্দাবনের ভিতরে । আহারেও চেষ্টা নাহি করয়ে কোথায়। বাল্য ভাবে বৃন্দাবনে গড়াগড়ি যায়। কেহ নাহি বুঝে তান চরিত্র উদার। কৃষ্ণরস বিনে অন্য না করে আহার। কদাচিত কোন দিন করে দুগ্ধপান । সেহে যদি অযাচিত কেহ করে দান। এই মতে বৃন্দাবনে বৈসে নিত্যনিন্দ । নবদ্বীপে প্রকাশ হইল গৌরচন্দ্র ৷ নিরন্তর সংকীৰ্ত্তন পরম আনন্দ। দুঃখ পায় প্রভু না দেখিয়া নিত্যানন্দ ॥ নিত্যানন্দ জ+ নিলেন প্রভুর প্রকাশ। যে অবধি লাগি করে বৃন্দাবনে বাস। জানিয়া আইল ঝাট নবদ্বীপ পুরে। আসিয়া বলিলেন নন্দন আচার্য্যের ঘরে । নন্দন আচার্য্য মহাভাগবতোত্তম। দেখি মহাতেজ রাশী যেন স্থৰ্য্যসম ॥ মহা অবধূতবেশ প্র কাণ্ডশরীর। নিরবধি গতিস্থলে দেখি মহাধীর ॥ অহন্নিশ বদনে বলয়ে কৃষ্ণ নাম । ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম ॥ নিজানন্দে ক্ষণে ক্ষণে করয়ে হুঙ্কার। মহা • মত্ত যেন বলরাম অবতার। কোটি চন্দ্র জিনিয়া বদন মনোহর। জগত জীবন ক্রান্ত সুরঙ্গ অধর। মুকুতা জিনিয়া কিবা দশনের যুতি। আয়ত অরুণ দুই লোচনের ভাতি। আজানু লম্বিত ভুজ মুপিবর বক্ষ। চলিতে কমল বড় পদযুগ দক্ষ । পরম রূপায় করে সভারে সম্ভাষ শুনিলে শ্ৰীমুখ বাক্য কৰ্ম্মবন্ধ নাশ ॥ আইল৷ নদীয়া পুরে নিত্যানন্দ রায়। সকল ভবনে জয়ং ধনি গায়। সে মহিমা বলে হেন